কাপাসিয়া (গাজীপুর)
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রবিবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হন। উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশিদ এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নূরুল আমিন। তিনি তার বক্তব্যে বলেন,"ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণই গণতন্ত্রকে সচল রাখে। প্রতিটি নাগরিকের ভোট দেওয়া শুধু অধিকার নয়,দায়িত্বও বটে। আমরা চাই সবাই মিলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরি করি। ভোটাররা যেন তাদের মূল্যবান ভোটের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।" তিনি আরও বলেন,"জাতীয় ভোটার দিবসের মাধ্যমে আমরা ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে চাই। নতুন ভোটারদের নিবন্ধন এবং সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাও আমাদের লক্ষ্য।"
উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩২১১৭৫ জন,তার মধ্যে পুরুষ ভোটার ১৬০৭৭২ জন, মহিলা ভোটার সংখ্যা ১৬০৪০৩ জন ও হিজড়া ০ জন। উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমিন, শিক্ষা অফিসার রমিতা ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সুরাইয়া আক্তার, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা ফরহাদ হোসেন, নূরুল আমীন সিকদার, অধ্যক্ষ রাসেল সরকার, প্রধান শিক্ষক মাহামুদুল হক, শামসুদ্দিন প্রধানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ
০২/০৩/২০২৫ ইং