ড্যাবের আসন্ন নির্বাচন: ডা. হারুন-ডা. শাকিল পরিষদের প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ড্যাবের আসন্ন নির্বাচন: ডা. হারুন-ডা. শাকিল পরিষদের প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
নাজমুল ইসলাম মন্ডলঃ
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নির্বাচন ২০২৫-কে সামনে রেখে ডা. হারুন, ডা. কেনান, ডা. শাকিল, ডা. মেহেদী ও ডা. দীপু পরিষদ তাদের প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা করেছে। আজ, ৫ আগস্ট, সকাল ১০ ঘটিকায় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সপ্তম তলার কনফারেন্স হলরুমে এ অনুষ্ঠানটি আয়োজিত হয়।
ড্যাব ঢাকা মহানগর উত্তর শাখা, ড্যাব উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, ড্যাব মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ড্যাব ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল যৌথভাবে এর আয়োজন করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. আনোয়ার হোসেন।
ড্যাবের মোট ৩,১৩৯ জন ভোটার ৯ আগস্ট, দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি সরকার মাহবুব আলম শামীমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব-এর সভাপতি পদপ্রার্থী প্রফেসর ডা. হারুন আল রশিদ।
প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ড্যাব, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি প্রফেসর ডা. জাহানারা লাইজু, ড্যাব-এর সিনিয়র যুগ্ম মহাসচিব পদপ্রার্থী প্রফেসর ডা. খালেকুজ্জামান দিপু, ড্যাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রফেসর সিরাজুল ইসলাম, উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর মাজাহারুল ইসলাম দোলন, ড্যাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শেখ ফরহাদ, ডা. মেহবুবুল হাসান এবং হলি ফ্যামিলি হাসপাতালের সভাপতি ডা. মাহমুদুর রহমান মেহের।
গুরুত্বপূর্ণ পদে থাকা অনেক প্রার্থী ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। এদের মধ্যে ছিলেন মহাসচিব পদপ্রার্থী ডা. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী ডা. মো. আবুল কেনান। এছাড়াও উক্ত মত বিনিময়ে ও প্যানেল পরিচিতি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক্তার আনার, ডাক্তার গালিব, ডাক্তার আদিল, ডাক্তার শফিক, ডাক্তার মীর হাসান, ডাক্তার লিংকন, ডাক্তার এম এইচ ফিরোজ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ড্যাব, ঢাকা মহানগর উত্তর শাখা এবং উত্তরা, মনসুর আলী ও ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সকল সদস্য ডা. হারুন-ডা. শাকিল পরিষদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে শতভাগ ভোট দিয়ে তাদের জয়ী করবে।