ঢাকা-বরিশাল মহাসড়কে গ্রীন লাইন বাসে অগ্নিকাণ্ড: যাত্রীরা অক্ষত, বাস সম্পূর্ণ পুড়ে গেছে

ঢাকা-বরিশাল মহাসড়কে গ্রীন লাইন বাসে অগ্নিকাণ্ড: যাত্রীরা অক্ষত, বাস সম্পূর্ণ পুড়ে গেছে

 বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার দক্ষিণ বামরাইল এলাকায় গ্রীন লাইন পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটিতে চালক, সহকারী ও সুপারভাইজারসহ মোট ২০ জন আরোহী ছিলেন, তবে সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি। গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন জানান, বাসটি ঢাকা থেকে ২৩ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে তিন যাত্রী নেমে যাওয়ার পর বাকি ২০ জন আরোহী নিয়ে বাসটি দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। চালক দ্রুত বাস থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেন, ফলে সবাই অক্ষত থাকেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির ইঞ্জিন, পেছনের চাকা এবং সবগুলো সিট পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান জানান, চালক বাসে আগুন লাগার বিষয়টি টের পেয়ে মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। ফলে কোনো যাত্রীর ক্ষতি হয়নি, তবে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালের ২৪ আগস্ট রাতে ঢাকা থেকে বরিশালে যাওয়ার সময় গৌরনদীর কটকস্থল এলাকায় গ্রীন লাইন পরিবহনের একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায়ও বাসের যাত্রী ও স্টাফরা অক্ষত ছিলেন, তবে বাসটি পুড়ে যায়। এই ধরনের দুর্ঘটনা এড়াতে বাসগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও যান্ত্রিক ত্রুটি পরীক্ষা করা অত্যন্ত জরুরি। এতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।