তজুমদ্দিনের মেঘনায় গভীর রাতের বজ্রপাতে জেলে মৃত্যু। আহত ৩ জন

তজুমদ্দিনের মেঘনায় গভীর রাতের বজ্রপাতে জেলে মৃত্যু। আহত ৩ জন

তজুমদ্দিনের মেঘনায় গভীর রাতের বজ্রপাতে জেলে মৃত্যু। আহত ৩ জন

মোঃ হাবিবুল্লাহ বেপারী বরিশাল প্রতিনিধি

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে এবং তিনজন আহত হয়েছেন। সোমবার(২২ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার চৌমুহনীঘাট সংলগ্ন মেঘনায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।  নিহত জেলের নাম মোঃ আবু তাহের মাঝী(৫৫)।

 

তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের বালিয়াকান্দি ২নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার মৃত নুর মোহাম্মদ।

আহতদের হলেন- একই ঠিকানার সুমনের ছেলে মোঃ সিফাত(১৫), মোঃ রিফাত (১২) এবং স্বপনের ছেলে মোঃ মারুফ (১১)। প্রত্যক্ষদর্শী আঃ মালেক জানান, ভোররাতে মাছ ধরার সময় বজ্রপাতে তাহের মাঝী অজ্ঞান হয়ে যায়। পরে তজুমদ্দিন হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

অপর ৩ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাহাত হোসেন বলেন, অনুমান ৫৫  বয়সী আবু তাহের নামে বজ্রপাতে আক্রান্ত এক জেলেকে ভোররাতে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।