ধোবাউড়া ১০ বোতল ভারতীয় মদ সহ ডাউটের শিরমনি মাতাল রাসেল আটক।

ধোবাউড়া ১০ বোতল ভারতীয় মদ সহ ডাউটের শিরমনি মাতাল রাসেল আটক।

ধোবাউড়া ১০ বোতল ভারতীয় মদ সহ ডাউটের শিরমনি মাতাল রাসেল আটক।

 স্টাফ রিপোর্টার

 ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার হালুয়াঘাট সার্কেল মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ সাহেবের সার্বিক তত্বাবধানে ধোবাউড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করাকালে এসআই(নিঃ) মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অত্র থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি করা কালে ইং-০৩/০৭/২০২৫ তারিখ সময়-২৩.৪৫ ঘটিকার সময় অত্র ধোবাউড়া থানাধীন এরশাদ বাজারে

 অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পায় যে, ধোবাউড়া থানাধীন চন্দ্রকোনা সাকিনস্থ ওয়ার্ল্ড ভিশন অব বাংলাদেশের পুরাতন সমিতি ঘরের সামনে কাঁচা রাস্তা দিয়া মোটর সাইকেল যোগে ভারতীয় মদ চোরাকারবারীর মাধ্যমে নিয়ে যাওয়ার সময় এসআই(নিঃ) মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় উপস্থিত অফিসার ও ফোর্স সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী

১। মোঃ রাসেল (২৮), এর হেফাজত হইতে ০১টি স্কুল ব্যাগের ভিতরে রক্ষিত ১০ বোতল McDOWELLS NO-1 LUXURY ভারতীয় মদ মূল্য আনুমানিক-২০০০০/- টাকা উদ্ধার করেন। বাদীর এজাহারের ভিত্তিতে ধোবাউড়া থানার মামলা নং-০২, ইং-০৪/০৭/২০২৫ খ্রি, ধারা-৩৬(১) সারণির ২৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হইয়াছে। আসামীকে অদ্য ০৪/০৭/২০২৫ খ্রিঃ বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।