পালস্ ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পিং ব্লাড গ্রুপিং ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি পালন।

পালস্ ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পিং ব্লাড গ্রুপিং ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি পালন।
স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার
(৩) জুলাই দুপুর ২ টা থেকে ৬ টা পর্যন্ত শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বিএনপি বাজারে মাওনা চৌরাস্তায় অবস্থিত পালস্ ডায়াগনস্টিক সেন্টার এর আয়োজিত একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্পিং ব্লাড গ্রুপিং ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
বলদীঘাট জে,এম সরকার উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব সিরাজুল ইসলাম(এম.এ.বি.এড) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো গাজীপুর ৩ আসনের কর্ণধার, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র এক নম্বর যুগ্ন আহবায়ক অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু সাঈদ মাস্টার, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপি, ও সদস্য সচিব পদপ্রার্থী তেলিহাটি ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন ডাক্তার এম এইচ ফিরোজ, চেয়ারম্যান পালস্ ডায়াগনস্টিক সেন্টার।
এ সময় পালস মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপ ও বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়, তাছাড়া ও উক্ত ক্যাম্পে মেডিসিন, ডায়াবেটিক্স, অর্থোপেডিক্স, চর্ম ও যৌন, নাক, কান, গলা ও শিশু রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করা হয়।
পালস ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডাক্তার এম এইচ ফিরোজ বলেন পালস্ ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে আজ আমি ও আমার সহকর্মী দুইজন ডাক্তার, টেকনিশিয়ান নার্স দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্পিং ব্লাড গ্রুপিং ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি পালন করেছি, আমি এই এলাকার ছেলে হিসেবে আজ আমার জায়গা থেকে সব্বোর্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি, আমি গাজীপুর তিন আসনের কর্ণধার গাজীপুর জেলা বিএনপির এক নম্বর যুগ্ন আহবায়ক এস এম রফিকুল ইসলাম বাচ্চু স্যারের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ ৫ শতাধিক ব্লাড গ্রুপিং চেক করা হয়েছে,তিন জন চিকিৎসক প্রায় ৭ শতাধিক রোগী দেখে চিকিৎসা সেবা প্রদান করে ঔষুধ দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ এই চিকিৎসা সেবা নিয়মিত দেওয়ার চেষ্টা করবো।