পিরোজপুরে দুই নারী চোর আটক, জনতার সহায়তায় পুলিশের কাছে হস্তান্তর

পিরোজপুরে দুই নারী চোর আটক, জনতার সহায়তায় পুলিশের কাছে হস্তান্তর

 পিরোজপুর, ৬ মার্চ ২০২৫: পিরোজপুর শহরে চুরির অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার রাতে শহরের একাধিক দোকানে চুরির চেষ্টার সময় স্থানীয়দের হাতে তারা ধরা পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আটককৃত দুই নারী দীর্ঘদিন ধরে শহরের বাজার ও বাসাবাড়িতে চুরির সঙ্গে জড়িত। সম্প্রতি শহরের বেশ কয়েকটি দোকানে তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। বুধবার রাতে একটি গয়নার দোকান থেকে পণ্য চুরির সময় দোকানদার তাদের ধরে ফেলেন। এ সময় তারা পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন তাদের আটকে ফেলে। খবর পেয়ে পিরোজপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার সহায়তায় দুই নারীকে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, আটক নারীদের বিরুদ্ধে আগেও চুরির অভিযোগ রয়েছে এবং তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য হতে পারে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, "জনগণের সহযোগিতায় দুই নারী চোরকে আটক করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।" এলাকাবাসী এ ঘটনার পর নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছে। তারা চুরি ও অপরাধ দমনে পুলিশকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের চক্রের অন্য সদস্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত থাকবে।