বরিশাল হিজলায় এক জেলাকে পিটিয়ে হত্যা

বরিশাল  হিজলায়  এক জেলাকে পিটিয়ে হত্যা

হিজলায় এক জেলাকে পিটিয়ে হত্যা 

 হিজলা প্রতিনিধি।

। বরিশালের হিজলা উপজেলায় এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার (২৯ মার্চ) রাত আনুমানিক সাড়ে আটটার সময় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের শাহীন আকনের বাড়ির সামনে ঘটনাটি ঘটে। নিহত জেলের নাম শরীফ তফাদার(২৪)।তিনি ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের দিনমজুর হানিফ তফাদার এর ছেলে।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী নিহত শরিফের বন্ধু সোহাগ জানায়, নোঙর করা জাহাজে চাঁদা তোলার অপবাদ দিয়ে শরিফের উপর অতর্কিত হামলা চালানো হয়।শরীফের হামলালাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ আল আমিন, বাবুল, রাজিব , নোমান, মাইদুল।

শরিফের চিৎকারের ডাক শুনে শরীফের বন্ধু সোহাগ ও আরফান এগিয়ে আসলে তারাও হামলা শিকার হন। এক পর্যায়ে শরিফ প্রাণে বাঁচার জন্য দৌড়ে স্থানীয় শাহীন আকনের বাড়িতে আশ্রয় নিতে গেলে সেখানে গিয়ে ও হামলার চালায়।স্থানীয়রা শরীফকে উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এর পর অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে তার মৃত্যু হয়।এই ঘটনায় ধুলখোলা ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক সরদার জানান শরীফ একজন নিরীহ জেলে তাকে এভাবে মারধর করে হত্যা করেছে এটার নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে প্রকৃত দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিত।

 স্থানীয় বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য মোঃ ছগির জানায়, এই হত্যার সাথে যারা জড়িত তারা ৫ই আগস্ট এর পরের বিএনপি। স্থানীয়রা ক্ষোপ প্রকাশ করে বলেন, একজন নিরীহ জেলেকে যেভাবে হত্যা করা হয়েছে তাতে মনে হয় দেশে আইন বলতে কিছুই নেই।

হিজলা থানার এস আই মোঃ নুর আমিন সরোজমিন তদন্ত শেষ বলেন, শরীফ হত্যার সাথে যারা জড়িত বিভিন্ন ভাবে নাম তাদের শুনা যাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান চলছে।