বাংলাদেশে এতদিন হেলিকপ্টার আর বিমান বানানোর খবর শোনা গেলেও

বাংলাদেশে এতদিন হেলিকপ্টার আর বিমান বানানোর খবর শোনা গেলেও

, সেগুলো কেবল উঠানে দাঁ’ড়ি’য়ে থাকতো। সাংবাদিকরা গেলেই ই’ঞ্জি’ন চালিয়ে পা’খা ঘু’রি’য়ে দেখানো হতো, কিন্তু আ’কা’শে ও’ড়া’র নামগন্ধও থাকতো না। তবে ২০২৫ সালে এসে সেই ধারা ভে’ঙে দিলেন এক তরুণ উদ্ভাবক! মানিকগঞ্জের শিবালয় উপজেলার জুলহাস মোল্লা, একজন সাধারণ ইলেকট্রিক মিস্ত্রি, কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ। তিনি নিজ হাতে তৈরি একটি বিমান সত্যিকারের আকাশে উড়িয়েছেন! মাত্র ১,৫০,০০০ টাকা খরচ করে নিজের তৈরি বিমানে চড়েই আকাশে ওড়ার সাহস দেখিয়েছেন এই উদ্ভাবক।