মাদারীপুর মসজিদের ভিতরে ঢুকে আপন দুই ভাই সহ তিনজনকে খুন

মাদারীপুর মসজিদের ভিতরে ঢুকে আপন দুই ভাই সহ তিনজনকে খুন

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে শনিবার (৮ মার্চ ২০২৫) বেলা ১১টার দিকে বালু ব্যবসা ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তিন ভাই নিহত হয়েছেন।

 নিহতরা হলেন সাইফুল সরদার (৪০), আতাউর সরদার (৩৫) এবং তাদের চাচাতো ভাই অলিল সরদার (২৮)। স্থানীয় সূত্রে জানা যায়, কীর্তিনাশা নদী থেকে বালু উত্তোলন নিয়ে সাইফুল সরদার ও হোসেন সরদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

শনিবার সকালে মসজিদের সামনে সাইফুলের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। প্রাণ রক্ষা করতে সাইফুল ও তার ভাইরা মসজিদে আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা মসজিদে ঢুকে তাদেরকে টেনে হিঁচড়ে বাইরে এনে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আহত হয়েছেন আজিজুল হকের ছেলে তাজেল সরদার (২৫) ও নিহত সাইফুলের স্ত্রী সতি বেগম (২৫)। তাদেরকে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় আতাউর ও তার আত্মীয়দের প্রায় ৭ থেকে ৮টি ঘর পুড়িয়ে দেওয়া হয়।

 পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 নিহতদের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, মসজিদে আশ্রয় নেওয়া সত্ত্বেও তাদেরকে হত্যা করা হয়, যা ধর্মীয় স্থানের পবিত্রতা লঙ্ঘন করেছে।