রমজান সম্পর্কে গুরুত্বপূর্ণ মাসায়েল, হাদিস

রমজান সম্পর্কে গুরুত্বপূর্ণ মাসায়েল, হাদিস

--- রমজানের রোজার নিয়ত রোজার নিয়ত মনে মনে করা যথেষ্ট, তবে মুখে বলা মুস্তাহাব। ???? রাতের সময় নিয়ত: نَوَيْتُ صَوْمَ غَدٍ عَنْ أَدَاءِ فَرْضِ رَمَضَانَ هَذِهِ السَّنَةِ لِلَّهِ تَعَالَى উচ্চারণ: নَوাইতু সাওমা গাদিন আন আদা-ই ফারদি রমাদানা হাজিহিস-সানাতি লিল্লাহি তা'আলা। অর্থ: আমি আগামীকাল রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করলাম আল্লাহর জন্য। ???? দিনের সময় নিয়ত (যদি ভুলে যান এবং কিছু না খান): وَبِصَوْمِ غَدٍ نَوَيْتُ مِنْ شَهْرِ رَمَضَانَ উচ্চারণ: ওয়া বিসাওমি গাদিন নَوাইতু মিন শাহরি রমাদান। অর্থ: আমি আগামীকাল রমজানের রোজা রাখার নিয়ত করলাম। --- ইফতারের দোয়া ???? ইফতারের সময় পড়ার দোয়া: اللَّهُمَّ لَكَ صُمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতরতু। অর্থ: হে আল্লাহ! আমি তোমার জন্য রোজা রেখেছি, তোমার ওপর ঈমান এনেছি, তোমার ওপর ভরসা করেছি এবং তোমার রিজিক দ্বারা ইফতার করছি। --- সেহরির দোয়া ???? সেহরি খাওয়ার সময় পড়া দোয়া: وَبِصَوْمِ غَدٍ نَوَيْتُ مِنْ شَهْرِ رَمَضَانَ উচ্চারণ: ওয়া বিসাওমি গাদিন নَوাইতু মিন শাহরি রমাদান। অর্থ: আমি আগামীকাল রমজানের রোজা রাখার নিয়ত করলাম। --- রমজানের গুরুত্বপূর্ণ মাসায়েল ও হাদিস ১. রোজা ফরজ হওয়ার শর্ত: ১. মুসলিম হওয়া। ২. প্রাপ্তবয়স্ক হওয়া। ৩. সুস্থ থাকা। ৪. রমজানের সময় পাওয়া। ৫. মহিলাদের জন্য হায়েজ-নেফাস মুক্ত থাকা। ২. রোজা ভঙ্গের কারণ: ১. ইচ্ছাকৃতভাবে কিছু খাওয়া বা পান করা। ২. যৌন সম্পর্ক করা। 3. ইচ্ছাকৃতভাবে বমি করা। ৪. মাসেহীন (বীর্যপাত) হলে। ৫. হায়েজ-নেফাস হলে নারীদের জন্য রোজা ভঙ্গ হয়ে যায়। ৩. রোজা না রাখার অনুমোদিত কারণ: ১. অসুস্থতা। ২. মুসাফির (ভ্রমণকারী) হওয়া। ৩. গর্ভবতী ও দুগ্ধদানকারী মা (যদি সন্তান বা নিজের ক্ষতির আশঙ্কা থাকে)। ৪. বৃদ্ধ ব্যক্তি (যারা রাখতে সক্ষম নয়)। ৪. রোজার ফিদইয়া ও কাফফারা: অসুস্থ বা অক্ষম ব্যক্তি প্রতিদিনের রোজার পরিবর্তে একজন গরিবকে খাবার দিতে পারেন। ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করলে ৬০টি রোজা রাখতে হবে বা ৬০ জন গরিবকে খাওয়াতে হবে (কাফফারা)। --- রমজানের গুরুত্বপূর্ণ হাদিস ???? ১. রমজানের ফজিলত: رسول الله ﷺ قال: "مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ" (বুখারী, মুসলিম) অর্থ: যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। ???? ২. সেহরি খাওয়ার গুরুত্ব: النبي ﷺ قال: "تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً" (বুখারী, মুসলিম) অর্থ: তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। ???? ৩. ইফতারের সময় দোয়া কবুল হয়: النبي ﷺ قال: "إِنَّ لِلصَّائِمِ عِنْدَ فِطْرِهِ دَعْوَةً لَا تُرَدُّ" (তিরমিজি) অর্থ: রোজাদারের জন্য ইফতারের সময় একটি দোয়া থাকে, যা ফিরিয়ে দেওয়া হয় না। ???? ৪. লাইলাতুল কদরের ফজিলত: النبي ﷺ قال: "مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ" (বুখারী, মুসলিম) অর্থ: যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদর ইবাদত করে, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করা হয়। --