হিজলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হিজলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হিজলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হিজলা প্রতিনিধি: মোঃ হাবিবুল্লাহ

বরিশালের হিজলা উপজেলায় "জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫" উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস শিকদার। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলম, কৃষি কর্মকর্তা আহসান হাবীব আল জনি, উপজেলা প্রকৌশলী সুখ দেব বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, স্যানিটেশন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, কোস্টগার্ড সিসি মোঃ আবুল কালাম আজাদ, নৌ পুলিশের ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খেকন। সভায় ইউএনও মোঃ ইলিয়াস শিকদার জানান, আগামী ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত চলবে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫।

 সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিনে ব্যানার-ফেস্টুনসহ সড়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সফল মৎস্যচাষি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান, নির্বাচিত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, সপ্তাহের শেষে মূল্যায়ন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তিনি আরও বলেন, জাতীয় মৎস্য সপ্তাহকে সফল করতে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।