হিজলায় অভিনব কায়দায় কারেন্ট জাল পরিবহন: প্রশাসনের অভিযানে আটক ও জরিমানা

হিজলায় অভিনব কায়দায় কারেন্ট জাল পরিবহন: প্রশাসনের অভিযানে আটক ও জরিমানা

হিজলায় অভিনব কায়দায় কারেন্ট জাল পরিবহন: প্রশাসনের অভিযানে আটক ও জরিমানা

 হিজলা প্রতিনিধি: মোঃ হাবিবুল্লাহ বেপারী

বরিশালের হিজলা উপজেলায় আবারও অভিনব কায়দায় কারেন্ট জাল পরিবহনের চেষ্টা ব্যর্থ হয়েছে। উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা কোস্ট গার্ডের যৌথ অভিযানে এ ঘটনায় জব্দ হয়েছে বিপুল পরিমাণ কারেন্ট জাল, আটক হয়েছে একজন, আর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আদায় হয়েছে জরিমানাও।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে। আটককৃত ব্যক্তি সায়েদুল ইসলাম (৩০), পিতা আব্দুস সমেদ রাড়ী, বাড়ি বাহের চর গ্রামে, বড় জালিয়া ইউনিয়ন, হিজলা, বরিশাল। প্রশাসন জানায়, রাজধানী ঢাকা থেকে ‘লাগেজ পার্টি’ চক্রের মাধ্যমে দোকানে বিক্রির উদ্দেশ্যে এসব কারেন্ট জাল হিজলায় নিয়ে আসা হচ্ছিল।

 অভিযানে সায়েদুলকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে ৫০ বান্ডিল কারেন্ট জাল উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডিল গড়ে ৭৫০ মিটার দৈর্ঘ্যের হওয়ায় মোট জালের দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় ৩৭ হাজার ৫০০ মিটার। আটক সায়েদুল ইসলামের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াস সিকদার। আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

 পরবর্তীতে জব্দকৃত বিপুল পরিমাণ কারেন্ট জাল উপজেলা প্রশাসনের নির্দেশে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম এবং সার্বিক সহযোগিতা করেন হিজলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ সাইফুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানে অংশগ্রহণকারীরা নদীপথে ও স্থলপথে একযোগে অবস্থান নিয়ে এ অভিযান সফল করেন।

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, মা ইলিশ রক্ষা ও নদীর মৎস্য সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ কারেন্ট জাল নির্মূল করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। হিজলার সাধারণ মানুষ এ অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, অবৈধ কারেন্ট জাল দমনে এ ধরনের কঠোর ব্যবস্থা নদীর মাছের প্রজনন রক্ষা করবে এবং জেলেদের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে সহায়তা করবে।