হিজলায় জুলাই পুনর্জাগরনে সমাজ গঠনে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত

হিজলায় জুলাই পুনর্জাগরনে সমাজ গঠনে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: হিজলা বরিশাল
শনিবার সকাল ১০ টায় বরিশালের হিজলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদারের সভাপতিত্বে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত জুলাই পুনর্জাগরনে সমাজ গঠনে শপথ পাঠ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর শহীদদের রুহের মাগফিরাত কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে শহীদদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ আতিকুর রহমানের স্ত্রী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হিজলা উপজেলার অন্যতম নেতা মো: মিরাজ হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা বি এনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদার, ও সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকন ৷
ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারন সম্পাদক আব্দুল্লাহ বিন কালাম ৷ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বক্তব্য রাখেন বড়জালিয়া ইউনয়নের সাবেক চেয়ারম্যান, ও উপজেলা বিজনেস ফোরাম সভাপতি মো: শাহান শাহ চৌধুরী সামু ৷
সবাইকে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইলিয়াস সিকদার