৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে হিজলায় বিএনপি পরিবারের গণসংযোগ ও লিফলেট বিতরণ
৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে হিজলায় বিএনপি পরিবারের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মোঃ হাবিবুল্লাহ, হিজলা প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে হিজলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৬ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় মাইনুদ্দিন বেপারীর নেতৃত্বে এ কর্মসূচি পরিচালনা করেন হিজলা বিএনপি পরিবার। গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন
— হিজলা বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল বারেক মাঝি, বরিশাল জেলার জিয়া শিশু কিশোর মেলার সহ-সভাপতি মোঃ হাবিবউল্লাহ প্যাদা, নুর ইসলাম মাওলানা, মোঃ রোকন খান, তৌহিদুর রহমান বাবু, মোঃ ফরহাদ প্যাদা, আঃ রহমান, মোঃ আরিফ বেপারী, মোঃ মহিউদ্দিন বেপারী, রাকিব শিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন আব্দুল বারেক মাঝি। তিনি বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে আমরা সচেষ্ট আছি। বিগত স্বৈরাচার সরকারের আমলে দেশে দুর্নীতি ও অনিয়মে ভরে গিয়েছিল।
আজ একটি সুন্দর রাষ্ট্র গঠনে বিএনপিকে ভোট দিয়ে জয়ী করতে হবে, যাতে সরকার গঠন করে জাতির উন্নয়ন অব্যাহত রাখা যায়।” অন্যদিকে মাইনুদ্দিন বেপারী বলেন, হিজলার মানুষ উন্নয়ন চায়, শান্তি চায়, অধিকার চায়।
সেই প্রত্যাশা পূরণ করতে পারে শুধু বিএনপি পরিবার। তাই আসুন, ঐক্যবদ্ধভাবে বিএনপির পতাকা তলে সমবেত হই। আওয়ামী শাসনামলে অগণিত মামলা, হামলা, নির্যাতন হয়েছে। কিন্তু বিএনপি পরিবার ভেঙে পড়েনি, বরং আরও দৃঢ় হয়েছে।
এই সংগ্রাম আমাদের বিজয় এনে দেবে। আমাদের লড়াই শুধু ক্ষমতার জন্য নয়— মানুষের অধিকার, দেশের স্বাধীনতা আর জাতির মুক্তির জন্য। ইনশাআল্লাহ, এই লড়াইয়ের বিজয় হবেই।